প্যারিসে সন্ত্র্রাসী হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা এবং ধর্মের নামে সন্ত্রাসে লিপ্তদের প্রতি ধিক্কার ও ঘৃণা জানানোর পাশাপাশি প্রতিটি মুসলমানকে এধরনের আচরণের বিরুদ্ধে প্রতিরোধ রচনার উদাত্ত আহ্বান জানালেন নিউইয়র্কের প্রবাসীরা। গতকাল শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘ইউনাইটেড এগেইনস্ট হ্যাট্রেড : মার্চ ফর পিচ’ ব্যানারে জড়ো হওয়া প্রবাসীদেরে স্লোগান ছিল ‘ডাউন উইথ টিররিজম এভরিহুয়ের’। বাংলাদেশিদের এই কর্মসূচিতে ভিনদেশীরাও এগিয়ে এসেছিলেন। তারাও সমস্বরে নিন্দা ও প্রতিবাদ জানান। সকলের হাতে ছিল প্রজ্জ্বলিত মোমবাতি।
কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারীর সঞ্চালনায় বাংলাদেশিদের কর্মসূচিতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, লেখক বেলাল বেগ, লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, সাংবাদিক মঈনউদ্দিন নাসের, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, লেখিকা ও কম্যুনিটি অ্যাক্টিভিস্ট রানু ফেরদৌস, ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সেক্রেটারি দর্পণ কবীর। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে আরও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রাম’র অর্গানাইজার কাজী ফওজিয়া, রাজিব আহসান প্রমুখ।
এদিকে, প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকায় মুসলমানদের প্রতি যাতে কোন ধরনের বিদ্বেষের মনোভাব সৃষ্টি না হয় সে লক্ষ্যে অবিলম্বে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের সামনে সন্ত্রাস বিরোধী একটি সমাবেশের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। শীঘ্রই এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সংগ্রহ করা হবে এবং তারপরই তারিখ ও সময় প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা