তারানা, দ্যা কালার'স অব মিউজিকের সংগীত সন্ধ্যা সম্প্রতি টরন্টোর সেইন্ট প্যাটরিক ক্যাথলিক স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সন্ধ্যার মূল অার্কষণ ছিল টরন্টোর বাংলাদেশী কমিউনিটির প্রথম সারির মেলডিক সংগীত শিল্পী নাফিয়া নজরুল উর্মি ও টিটু কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী ও কলাম লেখক ড. মোজামে্মল খাঁন এবং লেখিকা তাসরিনা শিখা।
শিল্পীরা একক ও দ্বৈত কন্ঠে বাংলা, হিন্দী ও গজল মিলিয়ে ৩০ টির মত সংগীত পরিবেশন করেন। যা হল ভর্তি শ্রোতাদের মুগ্ধ করে তোলে। মিউজিকে ছিলেন টরোন্টর রিদমিক রাজীব, গিটারিষ্ট মাহবুব ও পল হালিম এবং কি-বোর্ডে আকিব। আর উপস্হাপনায় ছিলেন রিজওয়ান ও পরমা। অপূর্ব রংয়ের ছোয়ায় ষ্টেজ সাজিয়ে ছিলেন ঢাকা চারুকলা ইনস্টিটিউটের শিল্পী সুপ্তী। তারানা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক কৃষিবিদ আবুল বাশার আগামীতে আবারো এ রকম সংগীত সন্ধ্যা আয়োজনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানেরর সম্পাতি টানেন।