মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ৪ প্রবাসী শিল্পীর সমন্বয়ে বিজয় দিবসের প্রাক্কালে ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মুৃতি জাগানিয়া গানের পাশাপাশি স্মৃতিচারণমূলক ‘টক শো’তেও অংশ নেবেন ওই ৪ শিল্পী। শিল্পীরা হলেন: রথীন্দ্রনাথ রায়, কাদেরি কিবরিয়া, শহীদ হাসান এবং মঞ্জুর আহমেদ।
গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের ঘোষণা দেন নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন। জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলের এ সংবাদ সম্মেলনের মঞ্চে আরও উপবেশন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন।
এক প্রশ্নের জবাবে জানানো হয় যে, ১৩ ডিসেম্বর এ অনুষ্ঠান হবে সিটির কুইন্স প্যালেস মিলনায়তনে। কোনো টিকিট থাকবে না। গান আর গানে প্রবাসীদের ভাসিয়ে নেবেন ওই চার কণ্ঠযোদ্ধা। গানের মধ্যিখানে ছোট্ট একটি ‘টক-শো’ পরিবেশিত হবে। সঞ্চালনায় থাকবেন সাংবাদিক হাসান ফেরদৌস ও নাজমুল আহসান।
অনুষ্ঠানে কণ্ঠযোদ্ধাদের অ্যাওয়ার্ড প্রদান করাও হবে বলে জানান আনোয়ার হোসেন। তিনি আরও জানান, অনুষ্ঠানের সময় আরেক কণ্ঠশিল্পী সুবীর নন্দী নিউইয়র্কে আসার কথা। তিনি এলে অনুষ্ঠানের উপস্থাপনা সুবীর নন্দীই করবেন।
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের নিয়ে এমন আয়োজন এর আগে কখনো হয়নি এই নিউইয়র্কে। তাই এই ঘোষণার পর কম্যুনিটিতে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা