ঐতিহাসিক জেল হত্যা দিবস ও জাতীয় চার নেতা স্মরণে বঙ্গবন্ধু প্রজন্মলীগ, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৩ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ আব্দুল কাদের মিয়া সভাপতিত্ব করেন সমগ্র অনুষ্ঠানে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন চট্টগ্রাম উওর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমা নাসরিন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা মানিক, রেফায়েত উল্যাহ চৌধুরী, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সিনিয়র সহসভাপতি ইসমত হক খোকন প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাসের নিষ্ঠুরতম ঐ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে একাত্তরের প্রতিটি ঘাতকের বিচার সম্পন্ন এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিকল্প নেই।
এর আগে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ৪ নেতা স্মরণ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। আলোচনায় অংশ নেন ইমদাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৫/ রশিদা