এস বি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ শাহজাহান (বাবলু) ইংল্যান্ডের হাউজ অব লর্ডসের প্রথম বাংলাদেশী হিসেবে গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা দিয়েছে বাহরাইনস্থ বাংলাদেশেীরা।
একই সাথে মৎস্য খাতে বিশেষ অবদানে জাতীয় স্বর্নপদক সহ আন্তর্জাতিক পুরষ্কারে ভুষিত হওয়ায় ক্রেস্ট দিয়ে সম্মনিত করেছেন বাহরাইনস্থ নাঙ্গলকোট বাসী।
এ উপলক্ষে ২ নভেম্বর সোমবার স্থানীয় গুদাইবিয়া বাংলাদেশ সমাজ কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন এস, বি, গ্রুফ অব ইন্ড্রাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোঃ শাহজাহান (বাবলু)। দলের সাধারন সম্পাদক এম এ হাশেমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারন সম্পাদক ইমাম হোসেন বাবুল, বিশিষ্ট্য ব্যবসায়ী এনায়েত উল্লা মোল্লা, ইলিয়াছ হোসেন ভুঁইয়া, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম জমাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফজলুল হক তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ রাসেল, মোশারফ হোসন, শরিফুল ইসলাম, শেখ সোহেল, নজির আহম্মদ, আব্দুল মমিন, আব্দুল্লাহ আল মামুন লিয়াকত শিকদার, গাজী হামিদ, মোঃ হারুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন