যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্র্যাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
শনিবার ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেধে ঈদের জামায়াতের জন্য রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
রিয়াদের ধিরা মসজিদে স্থানীয় সময় সকাল ছয়টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতে ইমামতি করেন সৌদি গ্রান্ড মুফতির ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল শেইখ।
মক্কার কাবা শরীফ, মদীনার মসজিদে নববী ছাড়া বিভিন্ন অঞ্চলের অসংখ্য মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/জান্নাত