সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে আওয়ামী লীগের সভানেত্রী ও শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আবুধাবী আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আবুধাবীর একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শহীদুল্লাহ শহীদ।
সংগঠনের সভাপতি বশির ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন আর তার কন্যা শেখ হাসিনা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুধাবী আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম ভুঁইয়া, আবুধাবী আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আকতার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাংগঠনিক সম্পাদক মামুন, আবুধাবী আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, আবুধাবী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামন চৌধুরী বাবু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ এমদাদ, তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, আবু হুরাইরা পারভেজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৪/ রশিদা