থাইল্যান্ডে আটকে পড়া ২৭ জন বাংলাদেশি আগামীকাল বুধবার দেশে ফিরছেন। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা দেশে ফিরবে বলে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে মোট ২৩৩ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডে আটক সকল নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৪/ আহমেদ