ব্রিটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ শাখা) জেদ্দার পরিচালনা পরিষদ নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন গত ১৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলো। কিন্তু প্রার্থী সংকটের কারণে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে ৩১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে।
জানা গেছে, নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, ভোটার তালিকার ব্যাপারে আপত্তি গ্রহণ ১৪ সেপ্টেম্বর, ভোটার তালিকা সংশোধন ১৬ সেপ্টেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র জমা ১৮ সেপ্টেম্বর এবং নির্বাচন কমিশন কতৃক মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর।
এছাড়া বাংলাদেশ কনস্যুলেটে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ২১ সেপ্টেম্বর, সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রকাশ ১৪ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ অক্টোবর ও ১৬ অক্টোবর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৯ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর ২০১৪।
এদিকে সৌদি শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট কমিশনের সদস্যরা হলেন, সালেহ আল গামদী সৌদি শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি (সদস্য), রেজা ই রাব্বী কনসাল (শিক্ষা)বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ( সদস্য), আক্কাস মিয়া, অভিভাবক প্রতিনিধি (প্রধান নির্বাচন কমিশনার), ইউসুফ মাহমুদ ফরাজী অভিভাবক প্রতিনিধি (সদস্য), আবদুল্লাহ আল মামুন শিক্ষক প্রতিনিধি (সদস্য), আব্দুল মতিন স্কুল অ্যাডমিন, (সদস্য), আবদুল কাইউম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সদস্য সচিব)।