আমেরিকার প্রেসিডেন্ট ইমিগ্যান্ট কম্যুনিটির মর্যাদা বুঝেন। ইমিগ্যান্ট কম্যুনিটির স্বার্থে কাজ করার জন্যই তিনি আমাকেসহ আরো ১৪ জনকে তার উপদেষ্টা নিয়োগ করেছেন। ইমিগ্যান্টদের কী কী সুযোগ সুবিধা পেতে পারেন তা জানার উপায় হলো মিডিয়া। বাংলাদেশী কম্যুনিটির স্বার্থে এই কাজটি গত ২৫ বছর ধরে করে যাচ্ছে উত্তর আমেরিকায় সবচেয়ে পাঠক নন্দিত পত্রিকা ঠিকানা।
গত ২৭ আগস্ট সন্ধ্যায় ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টে ঠিকানার প্রাক ২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডেন্ট ওবামার এশিয়ান আমেরিকান এন্ড প্যাসেফিক আইল্যান্ড বিষয়ক উপদষ্টো ড. নীনা আহেমেদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফেডারেল সরকারের সুবিধাগুলো পেতে হলে বাংলাদেশী কম্যুনিটির জন্য আমি হচ্ছি দরজা। যা দিয়ে আপনারা ঘরে প্রবেশ করে সুযোগ সুবিধুগুলো আদায় করতে পারেন। প্রেসিডেন্ট ওবামা যখন আমাকে নিয়োগ করেছিলো একজন বাংলাদেশী হিসাবে আমি গর্ববোধ করেছিলাম। এখনো আমি একজন বাংলাদেশী আমেরিকান হিসাবে গর্বিত।
তিনি হল ভর্তি আডিটোরিয়ামে উপস্থিত বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে এতমাত্র জাতি বাংলাদেশীরা যারা ভাষার জন্য জীবন দিয়েছিলো। আমাদের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে এই প্রবাসে ঠিকানার মাধ্যমে খুঁজে পাচ্ছি। প্রবাসে আমাদের এগিয়ে যেতে হলে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহিলাদেরও সমান অংশিদার করতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র রিচার্ড বুয়েরি, নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্সু্যলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, নিউইয়র্ক সিটির সাবেক কম্পোট্রোলার জন লু, কাউন্সিলম্যান ডেভিট উইপ্রিন, কাউন্সিলম্যান, কস্তাকন্টিয়াসেন্স, কুইন্স বুরো প্রেসিডেন্টের প্রতিনিধি মোহাম্মদ হক, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এন্ড্রুকিশোর, কনক চাঁপা, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেনের সহধর্মীনি সেলিনা মোমেন, কবি ফকির ইলিয়াস, সাংবাদিক মঞ্জুর আহমদ, সাবেক এমপি মনিরুল ইসলাম, মূলধারার রাজনীতিবিদ মাফ মেসবাহ, কমু্যনিটি লিডার এন মজুমদার, এর্টনী মঈন চৌধুরী প্রমুখ।
ডেপুটি মেয়র রিচার্ড বুয়েনি বলেন, নিউইয়র্ক হচ্ছে ইমিগ্যান্টদের স্টেট। ইমিগ্যান্টরাই এই স্টেটের শক্তি। যে কারণে বর্তমান মেয়র বিল ব্লাজিও নিউইয়র্ক সিটিতে অবৈধদের আইডির বিল পাশ করেছেন। নিউইয়র্কে বাংলাদেশী কম্যুনিটি দিন দিন বড় হচ্ছে। বাংলাদেশীদের আমেরিকান স্বপ্ন পূরণ করতে হলে মূলধারার রাজনীতি করতে হবে। মূলধারায় রাজনীতি করতে হলে মিডিয়ার সাথে থাকতে হবে। তিনি ঠিকানার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে।
ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক এমপি এম এম শাহীন ঠিকানার ২৫ বছরের ইতিহাস তুলে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের ভালবাসা অর্জন করার কারণেই ঠিকানা আজ সকল প্রবাসী বাংলাদেশীদের ঠিকানায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফকির সাহাবুদ্দিন।