কুয়েতেরপ্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাদ আল সাবাহর সঙ্গে রবিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন,এনডিসি, পিএসসি। সাক্ষাৎকালে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াতপত্র কুয়েতের প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
কুয়েতের প্রধানমন্ত্রী তার কার্যালয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসিকে ঊষ্ণ অভ্যর্থনা জানান এবং পরস্পর কুশলাদি বিনিময় করেন। সাক্ষাতের সময় দেয়ার জন্য রাষ্ট্রদূত কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দুই বন্ধু প্রতীম দেশ কুয়েত ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক দ্বিপাক্ষিক মধুর সমপর্কের কথা স্মরণ করেন। দীর্ঘসময় পর কুয়েতে বাংলাদেশি শ্রমবাজার উন্মুক্ত করার জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক পেশাজীবী বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং কারিগরি দক্ষতাসমপন্ন জনশক্তি নিয়োগের ব্যাপারে কুয়েতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
রাষ্ট্রদূত কুয়েতের প্রধানমন্ত্রীকে আরও অবহিত করেন যে, কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন-কানুন ও প্রথা অবহিত করার ক্ষেত্রে বাংলাদেশ দূতবাস কর্তৃক বেশকিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে তার মধ্যে কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান সম্প্রচার অন্যতম।
কুয়েত প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক আমন্ত্রণপত্রের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন। ওই সময় বাংলাদেশ দূতবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম, প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা এবং কুয়েতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।