গাজায় অসহায় মানুষের জন্য মানবিক সাহায্যে জন্য ২ হাজার ৯৩০ পাউন্ডের চেক হস্তান্তর করেছে। এর আগে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ অ্যান্ড কালচারেল সেন্টারে জুম্মার নামাজের সময় এক ফান্ড রেইজিং আপিলের আয়োজন করা হয়।
মসজিদ কমিটির আহ্বানে সাড়া দিয়ে মুসল্লিরা ২ হাজার ৯৩০ পাউন্ড দান করেন।
পরে গত ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে কমিটির পক্ষ থেকে কালেকশনকৃত অর্থের এ চেক ইসলামিক রিলিফ ও প্যালেস্টাইনের চ্যারেটি অর্গেনাইজেশন এন্ট্রারপ্যালের কাছে হস্তান্তর করা হয়।
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আকবরের সভাপতিত্বে এবং কমিটির জেনারেল সেক্রেটারি মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন- মসজিদের খতীব হাফিজ মাওলানা আলহাজ বদরুল হক, মসজিদের ট্রেজারার হারুনুর রহমান, ক্বারি শাহ তসলিম আলী, আলহাজ আব্দুল আহাদ চৌধুরী, ড. আকতারুজ্জামান, মো. আনা মিয়া, শেখ মো. আনোয়ার, বকশী হরুনুর রশিদ, আলহাজ আব্দুল মুহিম, সৈয়দ রিপন, দিলওয়ার চৌধুরী, মতিউর রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, ময়না মিয়া, আব্দুল কাদির, কাওসার হোসাইন, আহাদ মিয়া, সেলিম চৌধুরী, ক্বারি মো. শাহজাহান, কাহাদ উদ্দিন আহাদ, শেখ সুমন তরফদার, বদরুল মনসুর, হাজী আং বক্কর ওয়াকার, আলহাজ হারিছ মিয়া, আব্দুর রাজ্জাক রুকন, দেওয়ান টুটল চৌধুরী প্রমুখ।