সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উচ্চারণ এবং সুুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক আহ্বানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিক পার্কে প্রবাসী খুলনাবাসীদের উদ্যোগে চতুর্থবারের মতো আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার আলোচনা অনুষ্ঠান ও গেট টুগেদার এর আয়োজনে সাড়া দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুবাই এ নিযুক্ত কনসাল জেনারেল মাসুদুর রহমান।
এসময় তিনি 'চলো চলো সুন্দরবন চলো' কর্মসূচির শুভ সূচনা করেন। বক্তব্যে তিনি প্রবাসীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ২৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে উপস্থিত সবাইকে প্রবাসী খুলনাবাসীদের উদ্যোগে সুন্দরবন ভ্রমণের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাই সরকারের বন্যপ্রাণী ও চিড়িয়াখানা বিশেষজ্ঞ ড. রেজা খান বন দিবসের একক আলোচনায় সুন্দরবনের পরিবেশ রক্ষার গুরুত্ব ও প্রবাসীদের এ বিষয়ে দায়িত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রবাসী খুলনাবাসীদের পক্ষ থেকে ড. রেজা খানকে দেশে বিদেশে বন ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানে, কনসাল জেনারেল মাসুদুর রহমান ও কমার্শিয়াল কাউন্সিলর ড. মাহমুদুল হককে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় খুলনা প্রবাসীদের উদ্যোগকে সক্রিয় সমর্থনের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের সিনিয়র প্রভাষক জিনাত রেজা খানের নেতৃত্বে বন ও জীব বৈচিত্রের ওপর একটি বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন। দিনব্যাপী কর্মসূচিতে আরও ছিল বন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এনআরবি খুলনা ফেসবুক গ্রুপ অ্যাডমিন প্রকৌশলী মো. মঈনুল ইসলাম। শারজাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভিপি শেখ আব্দুল করিম সুজার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, প্রকৌশলী আব্দুস সালাম খান, প্রকৌশলী মো. আনিসুর রহমান, নওশের আলী, মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।