পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১১ এপ্রিল কাতারে বৈশাখী কনসার্টের আয়োজন করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা।কাতারে বসবাসরত প্রবাসীদের সংগঠন ফ্রেন্ডস সোসাইটি উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। কনসার্টটি অনুষ্ঠিত হবে ওল্ড ইন্ডিয়ান আইডিয়াল স্কুল মাঠ (মিডম্যাক রাউন্ড অ্যাবাউট)এর পাশে ।
অনুষ্ঠানে বাংলাদেশ যে অতিথিরা যাবেন তারা হলেন- জাহিদ হাসান, ইলিয়াছ কাঞ্চন, মোশাররফ করিম, বাবর আলী,আ খ ম হাসান, মাজনুন মিজান, তারেক স্বপন, পারভেজ, কুদ্দুস বয়াতি, রিংকু, নিপুন, নির্ঝর, সুজানা, শামিমা নাজনিন, প্রমি, আফনান লাইভা, শাহনাজ বাবু ও জুই মোশাররফ করিম।