জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংকলেকারগাসে 'বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু' শীর্ষক আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্মারকগ্রন্থের সম্পাদক ও প্রকাশক, মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সাইফুল ইসলাম জসিম, সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহি দাস সাহা প্রমুখ।
আলোচনা সভায় এম. নজরুল ইসলাম বলেন, 'বঙ্গবন্ধু বাঙালির জাতীয়তাবাদী চেতনা ও অধিকার সচেতনতার অগ্রদূত, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক। বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করেছিলেন।' তিনি বলেন, 'বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিভাজ্য তিনটি শব্দ। বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসের মহাপুরুষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত শপথ নেয়ার দিন আজ।'
অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কনে বিপুল সংখ্যক শিশু অংশগ্রহণ করে। চিত্রাঙ্কনের উপজীব্য বিষয় ছিল 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'। আলোচনা সভার শেষ পর্যায়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।