সংযুক্ত আরব আমিরাতে গত শুক্রবার ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছে প্রায় ২০ জন। আমিরাতের আজমান এলাকায় ঝড়ের তাণ্ডবে তিন শতাধিক দোকানপাট ও শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজমানের বাঙালি মার্কেট নামে পরিচিত এলাকায় গিয়ে দেখা গেছে, ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে গেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অসংখ্য দোকান। ঝড়ে ক্ষতি পরিমাণ এতো বেশি যে স্বচোখে না দেখলে আন্দাজ করা মুশকিল।
ক্ষতিগ্রস্তদের বেশিরভাগেই গার্মেন্টস ব্যবসায়ী। আজমানের গার্মেন্টস ব্যবসা মূলত নিয়ন্ত্রণ করে থাকে প্রবাসী বাংলাদেশিরা। এখানে লাখ লাখ দিরহাম পুঁজি খাটিয়ে যারা ব্যবসার পসরা সাজিয়ে বসেছিলেন তারা আজ মাথায় হাত দিয়ে আহাজারী করছেন।