অবশেষে শিয়া ধর্মীয় নেতা, স্টাইলিস্ট আইকন বিলিয়নিয়র প্রিন্স আগা খান (ফোর) ও তার জার্মান স্ত্রী প্রিন্সেস গ্যাব্রিয়েল ইনারা জু লেনিনজেনের মধ্যে ডিভোর্সের ব্যাপারে হাইকোর্টে ঐক্যমত্যে পৌঁছেছেন। প্রিন্স করিম আগা খানের আইনজীবী এক স্টেটম্যান্টের মাধ্যমে এই মিউচুয়াল ডিভোর্সের ঘোষণার কথা জানান। তবে তিনি ডিভোর্সের টার্মস এন্ড কন্ডিশনের ব্যাপারে কিছুই বলেননি।
এর আগে ২০০৪ সালে এই দম্পতি দাম্পত্য বিচ্ছেদ চেয়ে কোর্টে মামলা শুরু করেন এবং ২০১১ সালে প্রিন্স আগা খান তার স্ত্রী প্রিন্সেস গ্যাব্রিয়েলাকে ডিভোর্স সেটেলম্যান্ট ১০.০১ মিলিয়ন পরিশোধ করেছিলেন, বর্তমানে এই অংকের পরিমাণ ৫০ মিলিয়নে এসে সাব্যস্ত হয়েছে।
প্রিন্স করিম আগা খান ১৯৯৮ সালে এক সময়কার পপ সিঙ্গার গ্যাব্রিয়েলাকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে একটি ছেলে সন্তান রয়েছে।
শিয়া ইসমাইলি ধর্মীয় সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান ২০ বছর বয়সে তার দাদা সুলতান শাহ মোহাম্মদ আগা খানের (থ্রি) মৃত্যুর পর ইসমাইলিয়াদের ধর্মীয় আধ্যাত্মিক এই টাইটেল লাভ করেন। জনশ্রুতি রয়েছে যে,
বিশ্বের মধ্যে সর্বাধিক ধন সম্পদের মালিক এই আগা খান ফোর পরিবার। সুইস জন্ম সূত্রে ব্রিটিশ নাগরিক প্রিন্স আগা খান ফোর ৪৫০ মিলিয়ন সম্পদের মালিক, যার অধিকাংশ আসে ইনহেরিট্যান্স ও ইসমাইলিয়া সম্প্রদায়ের ডোনেশন থেকে। ব্রিটিশ সরকারের কাছে প্রিন্স আগা খান বেশ সম্মানীয় এবং স্বীকৃত ধর্মীয় নেতা। বিশ্বব্যাপী আগা খান স্যাটেলাইট টেলিভিশনসহ নানা ব্যবসায় রয়েছে আগা খানের আধিপত্য।