অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে 'একুশ আমার রক্ত রাঙ্গা ফুল'। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর শিশু কিশোরদের অংশগ্রহণে প্রতিকী প্রভাতফেরীর মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এসময় মঞ্চে সোশ্যাল ক্লাবের শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হতে থাকে 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি।' বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বিভাগীয় শহর শারজার রায়য়ান হোটেলের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কয়েক পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথমে একুশের ইতিহাস নিয়ে জুলফিকার হায়দার খানের সংক্ষপ্তি আলোচনার পর শুরু হয় সোশ্যাল ক্লাবের সদস্যদের কবিতা আবৃত্তি। কাজী নজরুল ইসলামের 'সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি আবৃত্তি করে উপস্থিত অতিথিসহ দর্শকদের মুগ্ধ করেন সোশ্যাল ক্লাবের সদস্য মুরতাজা তানভীর আহমেদ। এছাড়া আনোয়ারুল ইসলাম আবৃত্তি করেন 'ফাঁসির দাবী নিয়ে এসেছি', নাহিদা পারভিন 'উচ্চারণ গুলি শোকের', জুলফিকার হায়দার খান 'মাতৃভূমির জন্য', সাদীয়া আফরোজ 'মাগো ওরা বলে' কবিতা গুলো। এর পরপরই দেশের গান পরিবেশন করেন সামিদা চেৌধুরী, ইয়াসিন মাহমুদ নয়ন, মোহাম্মদ জাহিদ নুর, মিতা সাহা সহ সোশ্যাল ক্লাবের বেশ কয়েকজন শিল্পীবৃন্দ।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সোশ্যাল ক্লাব কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা 'পানকেৌড়ি' এর মোড়ক উম্মোচন করেন উত্তর আমিরাত ও দুবাই কনস্যুলেটের ভাইস কনসাল কৃর্তী চাকমা, সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলী ও পানকেৌড়ি'র সাহিত্য সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমনি্ত্রত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, 'প্রবাসে থেকেও আমার মাতৃভাষাকে ভালবাসি, ভালবাসব, আর এটাই একুশের চেতনা যা শত ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি। আমরা আমাদের মাতৃভাষা যদি সন্তানদের না শেখাই তবে কেউ মাতৃভাষার মর্যাদা ধরে রাখতে পারবে না। তাই পরবাসে থাকলেও আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগরদের মাতৃভাষার শিক্ষা ও চেতনা হূদয়ে স্থান করে দিতে হবে। ' এসময় তারা বিজয় মেলা ২০১৩ তে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
সবশেষে ক্লাবের শিল্পীদের ধারাবাহিক ভাবে দেশাত্ববোধক সংঙ্গীত পরিবেশন ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলী। উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মামুন রেজা, জাহিদ নুর ও শেখ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আহাদ ও কমিউনিটির নেতারা সহ দুইশতাধিক প্রবাসী বাংলাদেশি।