ব্রিক লেনের স্থানীয় সোনার গাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে উদযাপিত হলো ব্রিটেনের অনলাইন সংবাদ মাধ্যম জিবিনিউজ টুয়েন্টিফোর ডট কম-এর প্রথম বার্ষিকী। এ উপলক্ষে এক আলোচনা সভা, মনোজ্ঞ ম্যাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে জিবিনিউজ টুয়েন্টিফোর ডট কম-এর চিফ কন্ট্রিবিউটিং এডিটর, লেখক, সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমেদ জিবিনিউজ টুয়েন্টিফোর ডট কম এবং মহান ভাষা আন্দোলনের অমর শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার এর আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত ব্রিটেনের বাংলা দৈনিকের যাত্রার প্রাণবন্ত এক উপস্থাপনা এবং একই সঙ্গে বিগত এক বছরের জিবিনিউজের কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন।
জিবিনিউজের চেয়ারম্যান এবং এডিটর ইন চীফ রাকিব রুহেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার দলীয় সাবেক কেবিনেটের ও টনি ব্লেয়ারের উপদেষ্টা আলেষ্টার ক্যাম্পবেল-এর এককালীন উপদেষ্টা সাইমন হোয়াইট, লন্ডনের ইলিং ব্রেকটন কনস্টিটিউশনের আসন থেকে ২০১৫ সালের সাধারণ নির্বাচনের লেবার মনোনীত প্রার্থী, কিংস্টন ইউনিভার্সিটির প্রফেসর ড. রূপা হক, কাউন্সিলর রহিমা রহমান, কলামিস্ট, লেখক শহীদ মোবারক হোসেন ডাচ, ড. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মুজিবুল হক মনি, নারী নেত্রী রুবী হক, হোসনে আরা মতিন, সাপ্তাহিক জনমতের গোলাম কিবরিয়া, লন্ডন বাংলার এম এ কাইয়ূম, বাংলা টাইমসের তানভীর রাসেল, ইউকে বিডি নিউজের মো. ইমরান, অ্যাকাউন্টেন্ট ফারুক আহমেদ, হান্সলো কাউন্সিলের প্রার্থী রশীদ ভাটি, বেতার বাংলার মানিক রহমান, সলিসিটর কামরুল হোসেইন, জিবিনিউজের লন্ডন প্রতিনিধি সাংবাদিক মতিয়ার চৌধুরী, জিবিনিউজের স্পেশাল করসপন্ডেন্ট আনসার আহমদ উল্লাহ, এনটিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের উপস্থাপক এ মামুন, বাংলা পোস্টের এডিটর ব্যারিস্টার তারেক চৌধুরী, জিবিনিউজের ওয়েব ডেভেলপার মিজান রহমান, কবি আতাউর রহমান মিলাদ, সহযোগী সম্পাদক লাবনী হসেইন, উত্তরণের ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কাশেম রব্বানীসহ আরও অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে সায়মন হোয়াইট এবং রূপা হক বাংলাদেশী কমিউনিটির প্রশংসা করেন। তারা জিবিনিউজের অনলাইন সংবাদ প্রকাশের ক্ষেত্রে জনপ্রিয়তারও ব্যাপক প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত থেকে পাঠ করেন প্রকৌশলী আবুল কাশেম। এরপর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনের শুভেচ্ছা বাণী পড়ে শুনান জিবিনিউজের কমার্শিয়াল স্টাফ মিনা বড়ুয়া। উপস্থিত অতিথিবৃন্দ সকলেই তাদের বক্তব্যে জিবিনিউজের সংবাদের মান ও নতুনত্ব এবং সংবাদ বিশ্লেষণের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিবিসির সহযোগীতায় জিবিনিউজ টুয়েন্টিফোর ডট কম-এর শিশু সাংবাদিক নীরা হোসেনের জিবিনিউজ২৪.কম নিয়ে শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ এবং কমার্শিয়াল এডের উপস্থাপনা দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করে ।
আলোচনা অনুষ্ঠানের এক ফাঁকে অতিথিদের হাত থেকে জিবিনিউজের লন্ডন অফিসের ১৫ সাংবাদিককে স্টাফ প্রেস কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা। দর্শক, অতিথি, সাংবাদিক, কর্মচারী সবাই একত্রিত হয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কেক কেটে পূর্তি উৎসব উদযাপন করেন।
সভাপতির বক্তব্যে এডিটর ইন চিফ রাকিব রুহেল সকলকে ধন্যবাদ জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ডিনার করে যাওয়ার অনুরোধ করলে উপস্থিত হল ভর্তি দর্শক করতালিতে স্বাগত জানান।
ডিনারের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় স্থানীয় শিল্পীবৃন্দের উদ্যোগে।এই পর্যায়ে ভাষার মাসের গান যৌথভাবে এডভোকেট মুজিবুল হক মনি এবং রুবী হক গেয়ে দর্শক হৃদয় মাতিয়ে তোলেন। ডিনার পরিবেশনের পর বেতার বাংলার শিল্পী মানিক রহমান পরিবেশনায় ম্যাজিক দেখিয়ে সকলকে মুগ্ধ করেন।