লন্ডনে আলতাব আলী পার্কে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হাতাহাতি-ঠেলাঠেলিতে লপ্তি হয়েছিলো যুক্তরাজ্য ছাত্রলীগ ও বিএনপি।
একুশের প্রথম প্রহরের ঠিক আগে রাত ১১.৪০ মিনিটের দিকে যুক্তরাজ্য বিএনপি শেখ হাসিনাকে কটাক্ষ করে নানা ধরনের স্লোগানে লিপ্ত হয়। এসময় বিএনপির সভানেত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিতে থাকে যুক্তরাজ্য ছাত্রলীগ। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে দুইপক্ষই হাতাহাতি ও ঠেলাঠেলিতে লিপ্ত হয়।
এসময় উপস্থিত সাধারন মানুষজন ভীত হয়ে পড়েন। সাথে সাথে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়। শহীদ মিনারে ফুল দিতে আসা ব্রিটেনের মূলধারার মানুষ ঘটনাটি দেখে হতবিহ্বল হয়ে পড়েন। তারা আশেপাশের মানুষজনের কাছে জানতে চান কি নিয়ে এই গন্ডগোল।
ঘটনাটি সম্পর্কে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জুয়েল রাজ বলেন, এমন ঘটনা ব্রিটেনের শহীদ মিনারে ঘটা অনাকাঙ্খিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মূলধারার বিভিন্ন মানুষজনও উপস্থিত হোন। তাদের মতো ব্রিটেনের পুলিশও এমন ঘটনায় বিরক্ত।