আগুন দিয়ে হত্যার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ার একটি আদালত।
অভিযোগে বলা হয়, কয়েক বছর আগে লসএঞ্জেলেস প্রবাসী ইফতেকার মর্তুজা নামের এ বাংলাদেশি যুবক এক হিন্দু মেয়ের প্রেমে পড়েন। ধর্মীয় কারণে তাদের এ সম্পর্ক মেয়ের পরিবার মেনে নিতে পারেনি। প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে এক সাংঘর্ষিক পরিস্থিতিতে মর্তুজা পরিবারের সবাইকে মারধর করেন। এক পর্যায়ে তাদের ঘরে আগুন লাগিয়ে দেন তিনি।
ওই সময় আগ্নিকাণ্ডের হাত থেকে মেয়েটির মা কোন রকমে বেঁচে গেলেও পরিবারের অন্যরা মারা যান। তবে মেয়েটি ওই সময় ইউনির্ভাসিটিতে ছিলেন। হত্যার পর ছেলেটি বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাকে এরিজোনা এয়ারপোর্টে গ্রেপ্তার করে।
দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি ক্যালিফোনির্য়ার একটি আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।