ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রগতি এ তিন আদর্শকে সামনে রেখে ফ্রান্সের ‘চেতনায় বাংলাদেশ’ নামের সংগঠনটি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও অত্যাচারের মুখে দেশত্যাগে বাধ্য করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গতকাল রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘প্লাস দ্য লা রিপাবলিক’ নামক স্থানে সম্প্রতি বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর অমানুষিক অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশে ফ্রান্সে সংগঠিত বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন।