দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করল।
মেট্রোরেলের উদ্বোধন ঘিরে সকাল থেকেই মিছিল নিয়ে রাজধানীর উত্তরার উত্তর স্টেশনে সরকারদলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভিড় করছে সাধারণ জনগণ। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এই স্টেশনে শফিকুল ইসলাম নামে একজন জানান, আগে মেট্রোরেল বিদেশে আছে শুনেছি। এখন আমাদের দেশে এটা হয়ে গেছে। আমরা অত্যন্ত খুশি। প্রধানমন্ত্রীকে এজন্য আমরা ধন্যবাদ জানাই।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়াসাদ তনয় বলেন, আমি পড়ি উত্তরায় কিন্তু আব্বুর চাকরিসূত্রে আগারগাঁও থাকতাম এতদিন। এখন যাতায়াতের বেশ সুবিধা হলো। আমাদের একটি দাবি আছে সরকারের কাছে। আমরা চাই যাতে মেট্রোরেল পূর্ণ সময় চলে।
এদিকে সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। মূলত প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরেই উজ্জীবিত তারা।
বিডি প্রতিদিন/কালাম