আধুনিক সুবিধা সম্বলিত হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
এ সময় কমিটিকে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই ২০২৩ সালের সেপ্টেম্বর মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। কমিটি টার্মিনালের নির্মাণ কাজ সফলভাবে শেষ হলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের দরবারে দেশের সম্মান বৃদ্ধির লক্ষ্যে যাত্রী সেবার মান উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়ার সুপারিশ করে।
হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে নির্মিতব্য টার্মিনাল-৩ এর ভবনে বুধবার অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। কমিটি সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম এবং আহসান আদেলুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, এভিয়েশন ঢাকা কনর্সোটিয়ামের কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বিমান বাংলাদেশের চেয়ারম্যান প্রজেক্টের কর্মপরিকল্পনা এবং টার্মিনাল-৩ এর নির্মাণাধীন সার্বিক অবস্থা সম্পর্কিত তথ্য চিত্র তুলে ধরেন। এ সময় প্রজেক্টের মাস্টার প্ল্যান ও অনুমোদিত বাজেট পরিকল্পনা মোতাবেক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে বিশদভাবে অবহিত করা হয়। বৈঠকে দেশের উন্নয়নে এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে দেশকে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন