বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের মা এখন মৃত্যুর মুখে। এই সময়ে অন্তত: আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের আন্দোলন গণতান্ত্রিক। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। সেজন্যে সবাই প্রস্তুতি নিন। প্রয়োজনে ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ আন্দোলনের জন্য নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে স্বরচিত ও কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সেলিম রেজা হাবিব, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে ‘বিজয়ের পংক্তিমালা’ শীর্ষক এই কবি কণ্ঠের কবিতা পাঠ ও আবৃত্তির এই অনুষ্ঠান হয়। এতে প্রবীণ ও নবীন কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
নজরুল ইসলাম খান বলেন, আজকে আমাদের অনেক সাথী নিখোঁজ হয়ে আছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজ, হীরু অনেক। আমরা তাদের এখনো খুঁজে পাইনি। হয়তো আন্দোলনের এই সময়ে আরও এরকম ঘটতে পারে। অনেকে নিহত হয়েছেন।
আমাদের এবারের আন্দোলনের অনুভূতিটা এমনই থাকতে হবে যে, আমার কাফনের কাপড়ের জন্য পরোয়া করো না। সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে নেমো। আপনাদের প্রতিও সেই একই আহ্বান যে, আপনারা কাফনের জন্য পরোয়া করবেন না, ওই কাপড় মাথায় বেঁধে আপনারা লড়াইয়ে নামবেন।
তিনি বলেন, আজকের ক্ষমতাসীনদের হাতে গণতন্ত্র বার বার নিহত এবং আহত হয়েছে। আর গণতন্ত্র বার বার পুনরুজ্জীবন পেয়েছে বিএনপি নেতা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার হাতে।
আজো বাংলাদেশের গণতন্ত্রের এই দুঃসময়ে এই গণতন্ত্রকে পুনরায় জনগণের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব এবং সক্ষমতাও আছে বিএনপিরই। সেটা আমরা করবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।
বিডি প্রতিদিন/আরাফাত