দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ সারা দেশে শীতে ক্ষতিগ্রস্ত সংবাদপত্র হকারদের মাঝে কম্বল বিতরণ করেছে। এই শীতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সারা দেশে প্রায় ২০,০০০ সংবাদপত্রের হকারদের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছেন।
আজ সোমবার সকালে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বিভিন্ন পত্রিকা হকার সমিতির নেতাদের হাতে এ কম্বল তুলে দেন।
রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডাব্লুএমজিএল) প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় ঢাকা নিউজপেপার হকার্স বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মো. নূর নবী খান, সেক্রেটারি মোহাম্মদ আবদুল মান্নান, পরিচালক আবুল কাশেমসহ নিউজপেপার হকার নেতারা এ কম্বল গ্রহণ করেন। পত্র পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবাই সমিতির পক্ষে এর পরিচালক আরিফুর রহমান এবং মো. বুলু কম্বল গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত