প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ইতোমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হয়েছে। তাই নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় নূরুল হুদা বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর এজেন্টদের হয়রানি করাটা কাম্য নয়। কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে কাউকে গ্রেফতার করা যাবে না। কাউকে কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না। দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
সিইসি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এবারের নির্বাচন নতুন রেকর্ড গড়েছে, সব রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করছে। এই নির্বাচন ঘিরে এরই মধ্যে নির্বাচনী সামগ্রী সব জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে। আজ রাতের মধ্যে সব কেন্দ্রে এসব মালামাল পৌঁছে যাবে।
এ ছাড়া দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্যও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন