ঐক্যফ্রন্ট বা বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিলে তাতে বিভ্রান্ত না হয়ে শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনে থাকতে ভোটারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে বিএনপি-জামায়াতের হামলায় আহত দিনাজপুর আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।
চিকিৎসক ও পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, হাসাপাতাল থেকে বাসায় ফেরার পথে ডাক্তার মাহবুবের উপর হামলা হয়। চাপাতির কোপ ঠেকাতে গিয়ে তার দুই হাতের চারটি আঙুল মারাত্মক আঘাত পায়। তবে অস্ত্রোপাচারের পর তিনি শংকামুক্ত।
পরে শেখ হাসিনা, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও নানা ষড়যন্ত্র চলছে। ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। যেকোনো ধরণের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে তিনি ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৮/মাহবুব