বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগ দান করেছেন বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজী। বৃহস্পতিবার দুপুরে তিন বছর মেয়াদে তিনি মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বাংলা একাডেমির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
দেশের একজন অগ্রগণ্য কবি হাবীবুল্লাহ সিরাজী। বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় কবিকে অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা।
লেখালেখির জন্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন কবি হাবীবুল্লাহ সিরাজী।তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি। তার জন্ম ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরের রসুলপুর গ্রামে মাতুলালয়ে।
বিডি প্রতিদিন/ফারজানা