ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রয়েছে। রবিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের পর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশের ইন্সপেক্টর জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশা কমে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/হিমেল