নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের ব্যাপারে জনগণের মাঝে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের ভিতরে ভয়ের সৃষ্টি হয়েছে, ভোটারদের মধ্যে ভীতি কাজ করছে। তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিয়ে ঘরে ফিরতে পারবে কিনা। নির্বাচনী কর্মকর্তারা অক্ষত অবস্থায় কেন্দ্র থেকে ফিরে আসতে পারবেন কিনা সে শঙ্কা তাদের মাঝে কাজ করে।
সর্বোপরি, নির্বাচন কমিশনের উপরে দেশের আপামর জনসাধারণের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। আমরা প্রতিটা নির্বাচনকে এতো সিরিয়াসলি নিতে চাই যেন ভোটারদের এ আস্থাহীনতা যেটা নষ্ট হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা যায়। এদেশ এভাবে চলতে পারে না।
তিনি রবিবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বনপাড়া পৌরসভা, জোয়াড়ী ও মাঝগাঁও ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসার সৈয়দ আমিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হারুন অর রশীদ, জোয়াড়ী ও মাঝগাঁও ইউপি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ইকবাল আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইছাহাক আলী, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত সাহা বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান