সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেওয়ার পর প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান।
এর আগে রবিবার বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠে বাংলাদেশের কিশোরীরা।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল। উদ্বোধনী দিনে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের বাংলাদেশ। ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের জালে গোল উৎসব (১০-০) করে ভারতীয় টিম। ভুটানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। দু’দলই এক ম্যাচ হাতে রেখে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত