একাত্তরের সেক্টর কমান্ডার ও শীর্ষ পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারের আজীবন সম্মাননা জানাল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পরিবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে তাদের এ সম্মাননা দেয়া হয়।
শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন মন্ত্রীপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম। পরে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের হাতে সম্মাননা তুলে দেন এইচ টি ইমাম ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা/হিমেল