দেশের সব জেলা ও উপজেলার পাশাপাশি 'গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আগামী ৫ জানুয়ারি রাজধানীতে দুটি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর একটি ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের উদ্যোগে রাসেল স্কয়ারে ও অন্যটি ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে।
বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথসভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, 'গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ৫ জানুয়ারি সারাদেশের জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের উদ্যোগে রাসেল স্কয়ারে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটি আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। ইতিমধ্যে ওই দিনটিতে সারা দেশে কালো পতাকা উত্তোলন এবং ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব