বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
আজ রবিবার আদালতের সংশ্লিষ্ট শাখায় বেগম জিয়ার পক্ষে রিট আবেদনটি করেন তার আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আগামী বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিটে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে কেন 'আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি' তা জনতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ১৯ মার্চ আলোচিত এ মামলা দু'টিতে বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় সেদিন। বিএনপিপন্থি আইনজীবীদের তুমুল হট্টগোলের কারণে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় সেদিন খাসকামরায় বসে এ চার্জ গঠন করেছিলেন।