হেলিকপ্টারে করে উড়ে গিয়ে চাঁদপুরের মতলব উপজেলায় বেসরকারি একটি স্কুল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামে যান দুই মন্ত্রী। পরে তাঁরা নবনির্মিত ওই স্কুলটি উদ্বোধন করেন।
জানা গেছে, ইউএস বাংলা গ্রুপের তোফাজ্জল হোসেন ঢালী এ বছরের জানুয়ারি মাসে নিজস্ব অর্থায়নে নিজ গ্রাম পুটিয়ায় তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়টি নির্মাণ করেন। ওই স্কুলটি দুই মন্ত্রী উদ্বোধন করতে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিত্রনায়ক রিয়াজ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর প্রমুখ।