মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, মার্কিন সরকার গণতন্ত্রে বিশ্বাসী। তাই সব পক্ষের জন্যই সমান গণতান্ত্রিক স্পেস থাকা দরকার এবং শান্তিপূর্ণ ও যথাযথভাবে এর ব্যবহার করা উচিত।
তিনি আজ সকালে রংপুর মহানগরীর পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মার্কিন সরকার বাংলাদেশ সরকারকে স্বচ্ছ তদন্ত করার করার আহ্বান জানিয়েছে উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা বলেন, মার্কিন সরকার উদ্বিগ্ন। কয়েকদিন আগে আমাদের স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে ড্যান মজীনা আরো বলেন, বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছে। বাংলাদেশে এখন চাহিদার তুলনায় অতিরিক্ত ধান উৎপাদিত হয়। বাংলাদেশ একটি উজ্জ্বল ও সম্ভাবনাময় দেশ। এ দেশের প্রচুর সম্পদ রয়েছে যার সুষ্ঠু ব্যবহার হলেই দেশটি সত্যিকার অর্থেই সোনার বাংলায় পরিণত হবে।
সংবাদ সম্মেলনে ইউএসএইড-এর বাংলাদেশ মিশনের প্রধান জেনিনা জেরু জেলেক্সি নারীর উন্নয়ন নিয়েও কথা বলেন।