যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সব বাংলাভাষী জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার রাতে এই তথ্য জানায়।
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাভাষী জনগণের উদ্দেশে শুভেচ্ছা বার্তায় বলেন, 'আপনারা যখন বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করছেন, সে সময় সারা বিশ্বের সকল বাংলাভাষী জনগণকে আমি প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।'
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, খাদ্যদ্রব্য থেকে শুরু করে সংগীত, কবিতা, শিল্পকলা এবং সাহিত্য যুক্তরাষ্ট্রের জনগণকে ব্যাপকভাবে প্রভাবিত করে বলে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সবসময় এ দেশের জনগণের পাশে অংশীদার ও বন্ধু হিসেবে রয়েছে। নববর্ষের মাধ্যমে জনগণের প্রাণোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতির উদযাপনে যুক্তরাষ্ট্রও শরিক হচ্ছে।