জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ বৃহস্পতিবার রাতে এই নিয়োগ দেন।
এতদিন এবিএম রুহুল আমিন হাওলাদার জাপার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গণমাধ্যমে পাঠানো এরশাদের সই করা এক বিবৃতিতে নিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে, ‘দীর্ঘদিন যাবত্ দলীয় কার্যক্রমে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাপার মহাসচিব পদে নিয়োগ দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।