বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন এই মাইলফলক অতিক্রম করে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৯০০ কোটি ডলার অতিক্রম করেছিল। মাত্র দুই মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের রেকর্ড ভঙ্গ করল।