দেশের সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
তিনি বলেছেন, 'এ দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে তা সঠিকভাবে পুরোপুরি ব্যবহার করলে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল তা বাস্তবে পরিণত করা সম্ভব হবে।'
আজ বৃহস্পতিবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফেরমেশন সেন্টার মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশে নারীর ক্ষমতায়ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় মজিনা বলেন, 'নারীর কাজের মূল্যায়ন করতে হবে। জীবনযাত্রার মানোন্নয়নে নারীর গুরুত্ব অপরিসীম। বিষয়টি বাংলাদেশের নারীরা বুঝতে পেরেছে।'
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র নারীর ক্ষমতায়নে বাংলাদেশে যে কাজ করছে তা বাংলাদেশিরা ভালবাসে। দেশের উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। নারী শিক্ষার উন্নয়নেরও বিকল্প নেই।'
বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে মার্কিন এই রাষ্ট্রদূত বলেন, 'এ দেশের মানুষ ভীষণ চমৎকার। আমি এশিয়ার অন্য দেশে উন্নয়নের কাজে জড়িত ছিলাম। কিন্তু এ দেশের মানুষকেই সবচেয়ে ভালো লেগেছে। এ দেশের উন্নয়নে আছি এবং থাকবো।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), ভয়েস অব আমেরিকা ও রেডিও টুডে’র যৌথ আয়োজনে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নূর নবী, যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন প্রধান জেনেনা জেরু জালেস্রি প্রমুখ।