বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ মারা গেছেন (ইন্না...রাজিউন)। বুধবার সকাল পৌনে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালে থাকা বিএম কলেজ ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার সকালে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক শোক বিবৃতিতে স্পিকার বলেন, শওকত হোসেন ছিলেন দেশ ও জাতির একজন সূর্য সন্তান। তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।