দশম সংসদের বিরোধীদল জাতীয় পার্টিকে ‘মানুষ সত্যিকারের বিরোধীদল হিসেবে মনে করতে চায় না’ বলে সংসদে আক্ষেপ জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। বিরোধীদল হিসেবে কোনো সংসদীয় কমিটির সভাপতি পদ না পেয়ে তিনি এমন ক্ষোভ জানিয়েছেন।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজকের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন ক্ষোভ তুলে ধরেন।
ফিরোজ রশিদ বলেন, ‘আমাদের ব্যাপারে পাবলিক কনসেপ্ট খারাপ। মানুষ সত্যিকারের বিরোধীদল হিসেবে মনে করতে চায় না। বাইরে গিয়ে মুখ দেখাতে কষ্ট হয়।’
তিনি আরও বলেন, ‘আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলাম। টেলিফোন ব্যবস্থার উন্নয়ন আমার সময়েই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে নয় নাম্বার সদস্য হিসেবে আমাকে রাখা হয়েছে। এটার কোন দরকার ছিলো না। আমরা তো অঙ্গীকারাবদ্ধ।
একটি গল্পের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি আমার ঘরে আগুন দেইনি, আগুন দিয়েছি ভগবানের মুখে। যে ভগবান আমাদেরকে ঘর বানানোর স্বপ্ন দেখিয়েছি কিন্তু সে ঘরে বসবাস করতে দেয়নি।’
পরে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বিদেশী সম্মাননা ক্রেস্টে স্বর্ণে ভেজাল প্রসঙ্গ টেনে এনে এর জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘উচ্চ পর্যায়ের সংসদীয় কমিটিতে জড়িতে করে তদন্ত কমিটি গঠন করা উচিত। যারা এ ধরণেল কেলেংকারি করতে পারে, রাষ্ট্রের ভাবমূর্তি ম্লান করে দিতে পারে, সেজন্য আপনার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হোক।’