চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একযাত্রী মারা গেছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের পূর্ব পার্শ্বে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, এ ঘটনায় নাসিমা আক্তার নামে এক যাত্রী মারা গেছেন।
জানা গেছে, ট্রেনটি বেলা ১১টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।