জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকার করেন না, তারা প্রকৃত যুদ্ধাপরাধী ও রাষ্ট্রদ্রোহী।'
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যাচারের' প্রতিবাদে 'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম' নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
'সংসদে বলা হচ্ছে, জিয়াউর রহমান মুক্তিযুক্ত করেননি, তিনি পাকিস্তানের চর' এ বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, 'জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা যারা স্বীকার করে না, তারাই প্রকৃত যুদ্ধাপরাধী, রাষ্ট্রদ্রোহী এবং তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, তারা গণতন্ত্রও বিশ্বাস করে না।'
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'আওয়ামী লীগে যে একেবারেই মুক্তিযোদ্ধা নেই, তা নয়। আওয়ামী লীগে যারা আছেন, তারা প্রবাসী মুক্তিযোদ্ধা।'
তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা করেন। আওয়ামী লীগ থেকে শুরু করে কোনো দলই তখন তাকে চ্যালেঞ্জ করেনি। ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তিনিই দেশের রাষ্ট্রপতি ছিলেন।