বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে দ্রুত বিচার আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
বহুল আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধির বিলটি বৃহস্পতিবার সংসদে সর্ব সম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়। ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল- ২০১৪’ প্রস্তাব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।