রাজধানীর রমনা ও শাহবাগ থানার দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের শুনানি শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। গত ৩০ মার্চ মামলা দুটির জামিনের আবেদন করা হয়েছিল।
তবে দুপুর নাগাদ জামিন বিষয়ক আদেশ দেওয়া হতে পারে।
গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার দায়ের করা পৃথক তিনটি মামলায় মির্জা ফখরুল সিএমএম আদালতে আত্মসমর্পন করলে ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।