তাজরীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১৩ সালের ২২ ডিসেম্বর সিআইডি পুলিশের পরিদর্শক মহসীন উজ্জামান খান আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও প্রতিষ্ঠানটির পরিচালক তার স্ত্রী মিতাসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়।