প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামপর্যায়ে বদলি হওয়ার পরে যারাঠিকমতো দায়িত্ব পালন করেন না, তাদের চাকরি করার দরকার নেই।
প্রধানমন্ত্রী আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকারি হাসপাতালের চিকিৎসক ও সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কর্মস্থলে দায়িত্ব পালন করেন না, এমন চিকিৎসক ও শিক্ষকদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেয়া হবে।