রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা স্পেশাল অলিম্পিকে স্বর্ণ অর্জন করে। ফলে তাদের খেলাধুলার জন্য প্রশিক্ষণকেন্দ্র দরকার। এ জন্য সাভারে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিজম দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি ইউনিয়ন তথ্যকেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা উইন্ডো খোলা হচ্ছে, যাতে করে গ্রামের প্রতিবন্ধীরাও তাদের অধিকার ও সুযোগগুলো গ্রহণ করতে পারে। এছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য ইতোমধ্যে ফাউন্ডেশন গড়ে তুলেছে সরকার। তাদের জন্য ভাতার ব্যবস্থাও করেছে।'
তিনি বলেন, ‘প্রতি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সেবা সম্প্রসারণ করা হবে। মায়েদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
এ ছাড়া সমাজের মূল স্রোতের সঙ্গে তাদের চলতে সহায়তার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।